—জেবুননেসা হেলেন
-ঢাকা
সুঠাম পৌরষ্য নিয়ে
… একটি দিন হেটে এলো
সম্মুখে -অনিন্দ সুন্দর |
যেন হাল্কা শ্মশ্রু মন্ডিত
মেঘেদের দেশে
আলোকরশ্মির মদু(mridu) ছোয়া |
দিনের শুরুতে সূরযের
সঞ্চালক হয়ে
দিনটি ভালো যাবার উপস্থাপণ |
তোমার বিটোকেন
উড়ে বাতাসে ভর করে
আসতেই দিনটি সৌরযের
সম্ভাবনায়
দেখা দিলো আমার চোখে !
যেমন দেখা দিয়েছিলো
‘৫২ এর রাজপথে
পিপড়ে মানুষের মিছিল
থেকে এই বাংলার ভাষার
সৌন্দয স্বাধীনতা |
আমি সুযোগ নিচ্ছি
লেখার,পড়ার,শেখার, বলার |
আমি তাইতো
খেতাব পেলাম বাঙ্গালী |
বাংলায় তোমার সঙ্গে স্বচ্ছন্দে চলি |
বাংলায় তোমার আমার শিল্প বিনিময় !!
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com