ব্রেকিং

x

কবিতা

পৃথিবীর অসুখ হয়েছে

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ

পৃথিবীর অসুখ হয়েছে
বনানী বিশ্বাস, ঢাকা।

পৃথিবীর অসুখ হয়েছে
চারিদিকে অসনি সংকেত
কেবলি যেন চাঁপা নিশ্বাস,
আজকের রিপোর্ট কি?পৃথিবীর কোন দেশে কত?
এমন প্রশ্ন ছাড়া আজ আর কোন প্রশ্নই নেই
দুপুরে ফোন করে নিরা বলছিল।
নিরা সুখি মানুষ, সুযোগ পেলেই ঘুরে বেড়ায় পৃথিবীর একোন ওকোন।
জানিসতো ভাবতেই পারছিনা আর কোনদিন বাহিরে যাবনা,
আমাদের ভবিষ্যত প্রজন্ম, কি গল্প করবে ওরা? পরের প্রজন্মের কাছে?
একটি ঘরে একটি কম্পিউটার এই ওদের জগত।
নিরা গরগরিয়ে বলে যায় একসময় নিজের জন্য কত্ত কি ভাবতাম
ছেড়ে দিয়েছি এখন,কাকে কি বলব,
অনিককে বললাম, তোরা সব ভালতো,
ও বলল প্রাণে বেঁচে আছি আরকি।
কি বলব বল, পৃথিবীর অসুখ হয়েছে,এখানে আমি তুমি বড্ড মামুলি প্রশ্ন এসব।
বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই সময়ে মানুষ মারার জন্য কত পরমানু বোম বানিয়েছে
সে সকল পরমানু বোম কাজে লাগছেনা কিছুই।
দেশে দেশে আগ্রাসনের যুদ্ধ?কোথায় এসব?
একটি ক্ষুদ্র অনুজীব পুরো পৃথিবীকে এক করে দিয়েছে
আজ আর দেশের খবর নিয়ে কি হবে বল,
পৃথিবীর হিসেব কত?


লেখক: বনানী বিশ্বাস. ঢাকা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!