আখাউড়ায় গাজাসহ মুর্শিদা বেগম (৩৫) নামে এক শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার আখাউড়া রেলওয়ে পুলিশ আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুর্শিদার বাড়ি গাজীপুর জেলা সদরে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের একটি দল আজ মঙ্গলবার নোয়াখালী-ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেসে ট্রেনে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মহিলা পুলিশ সদস্যরা ট্রেন যাত্রী মুর্শিদা বেগমের দেহ তল্লাশী করে ১ কেজি ৪৫০ গ্রাম গাজা উদ্ধার করে। মুর্শিদা বেগম একজন শীর্ষ মাদক ব্যবসায়ি। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসায় জড়িত।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ শ্যামল চন্দ্র দাস জানায়, মাদকসহ গ্রেফতারকৃত মুর্শিদার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। ট্রেনে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com