ব্রেকিং

x

আখাউড়ায় চারদিনের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ১০

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ১০:১৭ অপরাহ্ণ

আখাউড়ায় চারদিনের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ১০

আখাউড়ায় চারদিনের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ১০ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।


গত রোববার আখাউড়া থানা পুলিশ আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, এক কেজি গাজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ মো: রহিজ ভুইয়া (৪৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রহিজ মিয়া আমোদাবাদ গ্রামের খালেক ভুইয়া পুত্র।


এদিকে একই দিন পুলিশ আখাউড়া উত্তর ইউপির কল্যাণপুর  গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ চন্নু মিয়া (২৯)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চুন্নু মিয়া আখাউড়া আনোয়ারপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র।

গত শনিবার আখাউড়া দেবগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহাগ মিয়া (৩৭)কে আটক করে র‌্যাব।

একই দিন আখাউড়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ নাইম আহমেদ অভি (২২) নামে একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অভি ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা গ্রামের আলী আহাম্মদের পুত্র।

গত ২৩ এপ্রিল পুলিশ আখাউড়া নোয়ামুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মো: বাবুল চৌধুরী (৪২)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল আখাউড়া নোয়ামুড়া গ্রামের সৈয়দ চৌধুরীর ছেলে।

একই দিন আখাউড়া থানা পুলিশ রেলওয়ে কুমারপাড়া কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ শেফালী বেগম (৩০)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শেফালী বেগম ঢাকা মোহাম্মদপুর এলাকার জনি মিয়ার মেয়ে।

গত ২০ এপ্রিল পুলিশ আখাউড়া তুলাইশিমুল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ সুদন মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুদন তুলাইশিমুল গ্রামের বাছির মিয়ার পুত্র।

একই দিন আখাউড়া থানা পুলিশ মসজিদপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একমণ বা ৪০ কেজি গাজাসহ মোঃ রুবেল (২৮) ও আনু মিয়া (৫৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল আখাউড়া আনোয়ারপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র এবং গ্রেফতারকৃত আনু মিয়া রাজাপুর গ্রামের ধন মিয়ার পুত্র।

একই দিন আখাউড়া থানা পুলিশ দুর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আরফান মিয়া (২৫), মুছা মিয়া (২০) ও মো: সাইফুল ইসলাম (২০)কে গ্রেফতার করেছে। গ্রেফতার আরফান আখাউড়া চানপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র, মুছা মিয়া দুর্গাপুর গ্রামের মন্টু মিয়ার পুত্র এবং সাইফুল ইসলাম দুর্গাপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!