ব্রেকিং

x

ফলো আপ

আখাউড়া বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের পরিদর্শন

শনিবার, ১০ মার্চ ২০১৮ | ১০:৩০ পূর্বাহ্ণ

আখাউড়া বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের পরিদর্শন


   পৌরশহরের বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসন ও সরকারীদলের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ শনিবার সকাল ১০টায়  আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোজ খবর নেন এবং আগুনে পুড়ে যাওয়া ৩টি   দোকান ঘুরে  দেখে  ব্যবসায়ীদের প্রাথমিক সাহায্যের পরামর্শ দেন।


বাজারের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মিয়া জানান, প্রথমে উত্তর দিকের একটি দোকানে  আগুন লাগে পরে আরো দুইটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি মদি ও একটি চা স্টলের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সাক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত্র তিন ব্যবসায়ী হলেন, রফিক মিয়া, লিটন মিয়া, শাহআলম ভূইয়া।
ব্যবসায়ীদের ধারনা বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!