ব্রেকিং

x

৫ যুবক আটক

সিলেটে অপহৃত বৃদ্ধ আখাউড়ায় উদ্ধার

বুধবার, ২৮ মার্চ ২০১৮ | ২:৪১ অপরাহ্ণ

সিলেটে অপহৃত বৃদ্ধ আখাউড়ায় উদ্ধার

সিলেটে অপহৃত বৃদ্ধ আখাউড়ায় উদ্ধার


20180328_130501


সিলেটে থেকে অপহৃত ফকরুন উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফকরুন উদ্দিনের বাড়ি সিলেট মহানগরের শাহী ঈদগা ময়দানের পাশে।

এ ঘটনায় পুলিশ ৫ যুবককে আটক করেছে। আটককৃতরা হলো জুবায়ের (২৫), রবিন আহাম্মদ (২৬), মো. লিটন খান (২৯), মাহাবুবুর রহমান (২৮) ও মো. জুম্মান ইসলাম অভি (২১)। আটককৃতদের মধ্যে জুবায়েরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে। অন্য ৪ জনের বাড়ি উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নে। আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট কতোয়ালী থানার সাব-ইন্সপেক্টর (এস,আই) খোকন দাস জানায়,গত ২৫ মার্চ সকাল ১০ টার দিকে ফকরুন উদ্দিন সিলেট মহানগরের আদালত পাড়া থেকে অপহররণ হয়। এ ঘটনায় ২৬ মার্চ সন্ধ্যায় ফকরুন উদ্দিনের ছেলে সজিব উদ্দিন বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে সিলেট কতোয়ালী থানায় জিডি করে। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে  সিলেট থানা পুলিশের একটি দল আজ বুধবার দুপুরে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ছোট গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে অপহৃত ফকরু্ন উদ্দিনকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ৫ যুবককে  আটক করে।  বৃদ্ধ ফকরুন  অসুস্থ হয়ে পড়লে তাকে আখাউড়া হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে পুলিশ ভিকটিমসহ ৬ জনকে  সিলেট নিয়ে যায়।

এ দিকে একটি  সূত্র জানায়, বৃদ্ধ ফবরুন উদ্দিনের সাথে  আটক জুবায়েরের টাকা-পয়সার লেনদেন রয়েছে।

 

 

 

 

 

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!