ব্রেকিং

x

আখাউড়া রেল ও থানা এলাকায় ১৭ মাসে ৭৭ লাশ উদ্ধার

রবিবার, ০৩ জুন ২০১৮ | ১২:১২ পূর্বাহ্ণ

আখাউড়া রেল ও থানা এলাকায় ১৭ মাসে ৭৭ লাশ উদ্ধার

গত ১৭ মাসে রেলওয়ে এলাকা ও আখাউড়া উপজেলা থেকে ৭৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে  আখাউড়া রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে ৫৯টি ও আখাউড়া থানা পুলিশ উদ্ধার করেছে ১৮টি লাশ।


পুলিশ জানায়, ২০১৭ সালের জানুয়ারী মাস থেকে ৩০শে মে ২০১৮ পর্যন্ত  ১৭ মাসে মো: ৭৭টি লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এই ৭৭ লাশের মধ্যে মহিলার লাশ ছিল ৩০টি আর ৪৭টি ছিল পুরুষের লাশ। এই ১৭ মাসে আখাউড়া থানা পুলিশ উদ্ধার করে ১৮টি লাশ আর আখাউড়া রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে ৫৯টি লাশ।


আখাউড়া থানার ১৮টি লাশের মধ্যে ৭ জন মহিলা ও ১১ জন পুরুষ।

আখাউড়া রেলওয়ে থানা এলাকায় উদ্ধারকৃত ৫৯টি লাশের মধ্যে ২৩ জন মহিলা আর পুরুষের লাশ ৩৬টি।

আখাউড়া থানার উদ্ধারকৃত ১৮টি লাশের মধ্যে ৩টি লাশ ছিল অজ্ঞাত। ২০১৭ সালে ১২ মাসে ১৫টি লাশ উদ্ধার হয় আর ২০১৮ সালের ৩০শে মে পর্যন্ত ৫ মাসে উদ্ধার হয় ৩টি লাশ।

আখাউড়া রেলওয়ে থানাসূত্রে জানাগেছে, আখাউড়া রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে অথবা অসাবধানতায় ট্রেন থেকে পড়ে গিয়ে অধিকাংশ লোকের মৃত্যু হয়। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশী  ৮টি লাশ উদ্ধার হয় রেলওয়ে এলাকা থেকে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!