ব্রেকিং

x

আখাউড়া দিয়ে ফিরলেন ভারতে আটকা পড়া ২৪ বাংলাদেশি

শনিবার, ১৩ জুন ২০২০ | ৪:৫৮ অপরাহ্ণ

আখাউড়া দিয়ে ফিরলেন ভারতে আটকা পড়া ২৪ বাংলাদেশি

ভারতে আটকা পড়া ২৪ জন বাংলাদেশি আজ শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।   তাদের সবাইকে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মোরশেদুল হক।


আরও পড়ুন: আখাউড়ায় সমাজসেবী শফিউদ্দিনের মৃত্যু, পৌরসভার মেয়রসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ


সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলায় ভারতের বিভিন্ন স্থানে ওই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা আগরতলায় এসে আবারও আটকা পড়েন। ওপারে কর্মরত কয়েকজন বিএসএফ সদস্যসহ অন্যান্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৭ জুন পর্যন্ত যাত্রী আসাও বন্ধ রাখা হয়।

আজ শনিবার সকাল থেকে আবার যাত্রী আসতে দেয়ায় দুপুর নাগাদ ২৪ জন বাংলাদেশি নিজ দেশে ফিরেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!