ব্রেকিং

x

নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবে ৪০ হাজার জনসাধারণ

আখাউড়ায় ২য় বিদ্যুৎ উপকেন্দ্রের ভূমি হস্তান্তর

সোমবার, ০৭ মে ২০১৮ | ২:৫১ অপরাহ্ণ

আখাউড়ায় ২য় বিদ্যুৎ উপকেন্দ্রের ভূমি হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রস্তাবিত ৩৩/১১ কেভি ২য় বিদ্যুৎ উপ-কেন্দ্রের অধিগ্রহণকৃত ভূমি হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় অধিগ্রহণকৃত ৪০ শতাংশ ভূমি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আহমেদ শাহ আল- জাবেরের কাছে বুঝিয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া শাখার নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভিয়ার (এল,এ শাখা) আলী মুনসুর, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভ’ইয়া প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আহমেদ শাহ আল জাবের জানায়, আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ১০ এমভিএ ক্ষমতা বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে উপজেলার মোগড়া, মনিয়ন্ধ ও ধরখার ইউনিয়নের ৪০ হাজার জনসাধারণ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবে।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!