ব্রেকিং

x

আখাউড়ায় হিজড়া সম্প্রদায়ের বাউল সংগীত

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯ | ৯:৫৫ অপরাহ্ণ

আখাউড়ায় হিজড়া সম্প্রদায়ের বাউল সংগীত
akhauranews.com

আখাউড়ায় খাজা বাবার স্মরণে আগামীকাল বুধবার ওরশ উদযাপন করবে হিজড়া সম্প্রদায়। ওরশে বাউল গানসহ বিভিন্ন আয়োজন থাকছে। সন্ধ্যায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলওয়ে চত্বরে বাউল গানের অনুষ্ঠান হবে।


হিজড়া সম্প্রদায়ের নেতা তানিয়া হিজড়া জানায়, গত তিন বছর ধরে খাজা বাবার স্মরণে আখাউড়া হিজড়া সম্প্রদায় ওরশ উদযাপন করছেন। আগামীকাল ৩য়তম ওরশ উদযাপন করবে তারা। ওরশ উপলক্ষে সন্ধ্যায় বাউল গানের অনুষ্ঠান হবে এবং রাতে দর্শকদের জন্য তারারকের ব্যবস্থা করেছেন তারা।


জাতপাত ভুলে সর্বস্তরের মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাউল গান উপভোগ করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন এবং হিজড়া সম্প্রদায়ের সংগীত শিল্পীরাও দেশীয় গান পরিবেশন করবেন।

হিজড়া সম্প্রদায়ের তানিশা, রুকসানা, লগ্ন, শিল্পী, আশা, রুমা, আশা মণি, আপুনি, আয়না জানিয়েছে, অনুষ্ঠানে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য তারা শক্ত হাতে তদারকী করবেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!