ব্রেকিং

x

আখাউড়ায় মাদক নির্মূলে সকলকে অংশগ্রহন করতে হবে

রবিবার, ২৬ মে ২০১৯ | ৩:০৪ অপরাহ্ণ

আখাউড়ায় মাদক নির্মূলে সকলকে অংশগ্রহন করতে হবে

আজ রোববার দুপুরে আখাউড়ায় ওপেন হাউজ-ডে হয়েছে। আখাউড়া থানার এসআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ওপেন হাউজ-ডে’তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।


এসময় আখাউড়াকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা চেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে তাই আখাউড়ায় মাদক নির্মূলে সকলকে অংশগ্রহন করতে হবে।


ওপেন হাউজ ডে’তে পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, যুবক শ্রেণীর লোকজন, উপজেলা ছাত্রললীগ ও যুবলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন শৃংখলা বাহিনীকে সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন।

আখাউড়া থানার অফির্সাস ইনচার্জ রসুল আহমদ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডেতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!