ব্রেকিং

x

আখাউড়ায় বিষ দিয়ে জমির ধান নষ্ট

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ৯:৪৯ অপরাহ্ণ

আখাউড়ায় বিষ দিয়ে জমির ধান নষ্ট
প্রতীকী ছবি

আখাউড়া উপজেলার ছোট গাংগাইল গ্রামে জমিতে বিষ দিয়ে ধান নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউসুফ ফারুকী নামে ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউসুফ ফারুকীর সঙ্গে জসিম মিয়া, আব্দুল লতিফসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় ৩৫ শতকের একটি জমিতে বিষ দেয়া হয়। জমিতে ইরি ধান লাগানো আছে। স্থানীয় লোক জমিতে গন্ধ পেয়ে বিষয়টি ইউসুফ ফারুকীকে অবহিত করেন। বিষের কারণে জমির প্রায় ২০ হাজার টাকার পাকা ধান নষ্ট হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


ইউসুফ ফারুকী বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে ওই জমিটি নিয়ে মামলা আছে। গত বছরও বিষ দিলে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। এবার বিষ দেয়ার পর পরই ধান লাল হয়ে যায়। ধান পড়তেও শুরু করেছে। বৃহস্পতিবার এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলে একজন পুলিস কর্মকর্তাকে তদন্তের।দায়িত্ব দেয়া হয়।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!