ব্রেকিং

x

আখাউড়ায় জেলেদের মধ্যে ছাগল বিতরণ

বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ | ৪:৫৭ অপরাহ্ণ

আখাউড়ায় জেলেদের মধ্যে ছাগল বিতরণ

আজ বৃহস্প্রতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলেদের মধ্যে ছাগল বিতরণ হয়েছে। মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধনমূলক কর্মসূচীর সহায়তায় এই ছাগল বিতরণ হয় বলে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।


তিনি আরো জানান, এ উপলক্ষে আজ বিকাল সাড়ে ৩টায় উপজেলা মৎস্য অফিসে আলোচনা সভা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা ২০ জন নিবন্ধিত জেলের হাতে ৪০টি ছাগল তুলে দেন।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জেলেদের উদ্দেশ্যে বলেছেন, ছাগল পালনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস, মাংশ উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এই ছাগলগুলো সুন্দরভাবে লালন-পালন করেন অবশ্যই আপনাদের সংসারে সচ্ছলতা ফিরবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!