ব্রেকিং

x

আখাউড়ায় আবারও জয়পুরমুড়ায় আতঙ্ক, ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে ইউএনও

বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ | ৮:১৯ পূর্বাহ্ণ

আখাউড়ায় আবারও জয়পুরমুড়ায় আতঙ্ক, ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে ইউএনও

আখাউড়ায় জয়পুরমুড়ার বাসিন্দাদের আবারও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। গত দুইদিনের ঝড় বৃষ্টিতে ফাটল এলাকা ঝুকিপুর্ণ হয়ে পড়ায় এখানকার জনগণের মধ্যে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।


জানাগেছে, কিছুদিন আগে টানা বৃষ্টিপাতে পাহাড়ী এলাকার মত উচু স্থানে অবস্থিত আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়া গ্রামের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় । এতে এখানকার জনগণ ঝুকির মধ্যে পড়ে যায়। পরে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় উপজেলা প্রশাসন। গত দুইদিনের ঝড় ও বৃষ্টিপাতে আবারও ঝুকিপুর্ণ হয়ে পড়েছে জয়পুরমুড়া। জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন পুনরায় তাদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক,ব্যাংক কর্মচারী, প্রশাসনের লোকসহ ১৩ জন করোনায় আক্রান্ত

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার নির্দেশে আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা ঝুকিপুর্ণ জয়পুরমুড়া এলাকা পরিদর্শন করে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, অধিক বৃষ্টির কারনে জয়পুরমুড়ায় বসবাসকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের আবারও নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

আখাউড়ায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙ্গে পড়েছে অর্ধশত কাচা ঘরবাড়ি

এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্থ আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্থ লোকজনের খোজখবর নিয়েছেন।

খোজ নেয়ার সময় সাংবাদিক মোহাম্মদ শরীফ জানায়, গতকাল বুধবারের ঝড়ে কর্ণেল বাজার তামান্ন ডিজিটাল স্টুডিওসহ বিভিন্ন স্থানে দোকানপাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পৌরসভার সড়ক বাজার মায়াবী সিনেমা হলের পাশে দুইটি দোকান ঝড়ে দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!