ব্রেকিং

x

আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ৮:৫৭ অপরাহ্ণ

আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত
আটককৃত ট্রাক্টর

নুরুন্নবী ভুইয়া:
আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। গত দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬টি ট্রাক্টরের মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম। অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।


এদিকে খোজ নেয়ার সময় স্থানীয়রা জানায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে আখাউড়ার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। এতে সড়কের ব্যাপক ক্ষতিসাধন, যানবাহনের দুর্ভোগসহ পরিবেশ বিপন্ন হচ্ছে।
তারা আরো জানায়, যে ট্রাক্টরের থাকার কথা কৃষি কাজে ক্ষেত-খামারে হাল চাষ করতে। সেই শক্তিমান ট্রাক্টর রাস্তাঘাট বিলীন করছে। রাস্তায় অবৈধ ট্রাক্টর বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!