ব্রেকিং

x

আখাউড়ায় শহরে ভ্রাম্যমাণ আদালতে বেকারী ও অটোরিক্সাকে জরিমানা

বুধবার, ০১ আগস্ট ২০১৮ | ৪:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় শহরে ভ্রাম্যমাণ আদালতে বেকারী ও অটোরিক্সাকে জরিমানা

গতকাল মঙ্গলবার বিকালে আখাউড়া পৌরসভার লাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  আখাউড়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লাল বাজারের বি,বাড়িয়া ও ফ্রেস্কু  নামে দুইটি বেকারী ও ৭টি সিএনজি চালিত অটোরিক্সাকে ১২ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।


বিকাল সাড়ে ৩টায় লাল বাজার বি,বাড়ীয়া বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা দায়ে ভোক্তা অধিকার আইনে বেকারীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই অভিযোগে এখানকার ফ্রেস্কু বেকারীর মালিককে ভোক্তার অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


পরে সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭টি অটোরিক্সাকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!