ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রানাস এর উদ্যোগে তিনব্যাপী নাট্যোৎসব সম্পন্ন

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ | ৪:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রানাস এর উদ্যোগে তিনব্যাপী নাট্যোৎসব সম্পন্ন
ওরা কদম আলী নাটকে অভিনয় করছেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমীন শাহীন তার স্ত্রী মোর্শেদা মতিন মিলি

শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী তিতাসপাড়ের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে নেয়া হচ্ছে নানা উদ্যোগ । এ জনপদের নাটক যাত্রা অপেরার যে পূর্ব ঐতিহ্য তা পুনোরুদ্ধারে নাট্যাংগনের সংস্কৃতি কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ প্রায় ২৯ বছর পর আবারো ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থা ব্রানাস- এর উদ্যোগে সংস্থার ৪২ বছরে পদার্পণ উপলক্ষে গত ১৬,১৭,১৮ জানুয়ারী ২০১৮ তিনব্যাপী নাট্যোৎসব হয়েছে। স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ১৬ জানুয়ারী সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা খেলাঘরের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব মনজুরুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম বার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তিতাস অবৃত্তি সংগঠনের পরিচালক বাচিক শিল্পী মোঃ মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনজুরুল আলম। নাট্যোৎসবের সমাপনী দিনে প্রবীণ নাট্যাভিনেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে ব্রানাস সম্মাননা দেয়া হয়।
akhaura pic-2


নাট্যোৎসবের তিনদিন ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার প্রযোজনায় মামুনুর রশীদ রচিত এবং মনজুরুল আলম নির্দেশিত “ওরা কদম আলী” নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মান্নান সরকার,আলাউদ-দ্বীন খান, দীপক কুমার পাল, রুহুল আমীন খন্দকার সেলিম, শেখ মাহাবুবুর রহমান, আল আমীন শাহীন, আজিজুল হক, মোর্শেদা মতিন মিলি, নাজিফা ইসলাম অধরা,নাফিসা সুলতানা লিপা,তাহমিনা আক্তার আঁখি,আমিনুল হক সরকার চপল,ফারুক আহমেদ পারুল, নাহিয়ান ইবনে হাসান প্রাপ্ত,শংকর দেবনাথ, মোঃ রাশেদ,প্রবীন্দ্র চন্দ্র সরকার,ফরহাদুল ইসলাম পারভেজ,সাফির চৌধুরী রণি। নাটকের প্রযোজনা অধিকর্তা ছিলেন আব্দুল মান্নান সরকার , প্রযোজনা সমন্বয়কারী আল আমীন শাহীন,রূপ সজ্জায় রুহুল আমীন খন্দকার সেলিম, মঞ্চ ব্যবস্থাপনায় শেখ মাহাবুবুর রহমান, দ্রব্য ব্যবস্থাপনায় ছিলেন আরিফুর রহমান রঞ্জু।
Akhaura pic-3


এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন পর নাট্যোৎসব হওয়ায় সংস্কৃতি অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। নাট্যোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন নাট্য সংগঠনগুলোও ব্রাহ্মণবাড়িয়ার নাটকের হৃত ঐতিহ্য পুনরোদ্ধারে সচেষ্ট হচ্ছে। নাটক দেখার জন্য বিপুল সংখ্যক দর্শক সমাগম হয় এবং নাটকটির সফল মঞ্চায়নে দর্শকরা আনন্দিত হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!