ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ৩০

শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ২:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। এরা হলেন, আয়নাল (৬৫), মরিয়ম (৬০), নুরুজ্জামান (৫৮), মহিতুন (৫০), জোহরা (৫০), মজিদ (৫০), ওবায়দুল্লা (৫০), ইসমাইল (৫৫), রহিমা (৩০), আবুল হোসেন (৪৫), জলিল (৫৫), সফুর (৪০), রিপন (২০), আমিরুন (৮০) ও জালাল (৭০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও আহতরা জানান, সকালে জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ’র মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরছিল বাসটি। পথিমধ্যে বিয়াল্লিশর এলাকায় চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থানা অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!