ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে যুবকের ঠাঁই হলো কারাগারে

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৭:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে যুবকের ঠাঁই হলো কারাগারে
akhauranews.com-brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে ঠাঁই হয়েছে রহমত মিয়া (২২) নামে এক যুবকের। তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


আজ বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রহমত উপজেলার মজলিশপুর ইউনিয়নের তাহের মিয়ার ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী মেয়ের (১৪) সঙ্গে মজলিশপুর ইউনিয়নের দারমা এলাকার তাহের মিয়ার ছেলে রহমত মিয়ার (২২) বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে সেই বাল্যবিয়ে বন্ধ করেন।

এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসার দায়ে বর রহমতকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে কনেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!