ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | ১০:২০ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আমিনুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার নাসিরনগর উপজেলায় এই ঘটনা ঘটে।


শনিবার দিবাগত রাতে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচিউড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে দুপক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ থামাতে গেলে আমিনুল ইসলামের নির্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত অর্ধশত আহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক খন্দকার বাদি হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আমিনুলকে আজ রোববার আদালতে তোলা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!