ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

বুধবার, ০১ আগস্ট ২০১৮ | ৫:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ আতঙ্কে মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরম আলী ছেলে।


স্থানীয়রা জানায়, একটি মামলায় আদালতের (পি অ্যান্ড এ) জারিকৃত কাগজ নিয়ে মোজাম্মেলের বাড়িতে যায় নবীনগর থানার শিবপুর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় পুলিশ ধরে নিয়ে যাবে এই ভয়ে মোজাম্মেল বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, পুলিশ মোজাম্মেলের বাড়ি থেকে চলে এসেছিল। পরে কে বা কারা গুজব ছড়ায় পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এরপর সে নদীতে ঝাঁপ দেয়। এরপর বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!