ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৩৯ জন করোনায় আক্রান্ত

মঙ্গলবার, ০২ জুন ২০২০ | ৩:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৩৯ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্ছ ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. সানজিদা আক্তার জেলা সদরসহ বিভিন্নস্থানে ৩৯ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র মতে, সর্বশেষ আসা ফলাফলে সদর উপজেলায় ১৩ জন, বাঞ্চারামপুর উপজেলায় ৫ জন, নবীনগর উপজেলায় ৫ জন, কসবা উপজেলায় ৮ জন, নাসিরনগর উপজেলায় ৬ জন, বিজয়নগর উপজেলায় একজন ও আশুগঞ্জা উপজেলায় একজনের করোনা পজেটিভ এসেছে।


আরও পড়ুন:গাজীপুর থেকে ফেরার পথে আখাউড়ার যুবক জানলেন তিনি করোনা আক্রান্ত

জেলায় আক্রান্ত ১৭১ জনের মধ্যে ৬১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় চার হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে তিন হাজার ৫০১ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৬৯ জন। এর মধ্যে জেলায় ৬২ জন, ঢাকায় তিন জন, কুমিল্লায় তিন জন ও চট্রগ্রামে একজন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুইজন মারা যায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!