ব্রেকিং

x

আখাউড়ায় কলেজের বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

শনিবার, ০৪ আগস্ট ২০১৮ | ৪:১২ অপরাহ্ণ

আখাউড়ায় কলেজের বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

আখাউড়ায় চলমান অস্থিতিশীল অবস্থা বিষয়ে আজ শনিবার সকালে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে গণসচেতনতামূলক কার্যক্রম হয়েছে। কলেজের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় ও কাউন্সিলিং সভা হয়। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়াসহ কলেজে শিক্ষকগণ।


ak1


সভায় ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আহব্বান জানানো হয় এবং উপজেলা প্রশাসন ও থানার পক্ষ থেকে যে কোন ধরনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

এদিকে কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও বখাটেদের উৎপাত রয়েছে এমন অভিযোগ উঠলে বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!