ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আখাউড়া পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার প্রকৌশলী তানভীর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, একাডেমি সুপার ভাইজার কফিল উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তাপসী রাবেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেূুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান নয়ন ঘোষ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com