ব্রেকিং

x

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | ৯:৫৫ অপরাহ্ণ

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা
নিহত গৃহবধু পারভীনের সন্তানদের আহাজারি

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন। স্বামীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। নিহতের নাম পারভীন আক্তার (৩৫)।


আজ বুধবার সকাল ৭টায় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের জাহাঙ্গির আলম মিঞার বাড়িতে সকাল ৭টায় এই ঘটনা ঘটে।


পরে পুলিশ আহত অবস্থায় স্বামী বেলাল হোসেনকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্বামী-স্ত্রীর মতবিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত পারভীন আক্তারের ভাই মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, তার বোন পারভীর আক্তারের সাথে প্রায় ২০ বছর আগে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। তার মধ্যে নাহিদা আক্তার প্রিযাংকা এবারের এসএসসি পরীক্ষার্থী।

প্রায় ৭ বছর আগে জাহাঙ্গীর আলম হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। পরে পারভীন মামাতো ভাই বেলায়েত হোসেন বেলালকে সবার অমতে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

বেলাল নেশা করে পারভীনের উপর প্রায়শ শারীরিক নির্যাতন করতো। ঘটনার দিন সকালে পারভীন ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বেলাল তার গলা টিপে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। পরে ধারালো অস্ত্র দিয়ে পারভীনকে হত্যা করে সে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। এরপূর্বেও বিভিন্ন সময়ে টাকা-পয়সার জন্য স্ত্রীর উপর নিযার্তন চালাতো। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটায়।
জানা গেছে, বেলালের বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। তার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে। সে পেশায় মাছের পোনা ব্যবসায়ী।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তার কণ্ঠনালী কেটে গেছে। বাঁচার সম্ভাবনা ক্ষিণ।

এই ব্যাপারে নিহত গৃহবধূ পারভীন আক্তারের পিতা আবু তাহের জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। সূত্র: নয়াদিগন্ত

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!