ব্রেকিং

x

বাংলাদেশ-ভারত সীমান্তের ২২৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | ১২:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ভারত সীমান্তের ২২৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত
ছবি-অনলাইন

বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিববঙ্গ এলাকায় বাকি ২২৪ কিলোমিটার এলাকায় ভারত দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ করার সীদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে ১১২ কিলোমিটার বেড়া নির্মাণ কাজে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ২২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি কাজের জন্য দ্রুত অর্থ বরাদ্দ দেয়া হবে। বুধবার ভারতের গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।


প্রকাশিত খবরে বলা হয়েছে, হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের চাপ বাড়ছে ভারত সীমান্তে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী ঢুকে পড়ার বিষয়টি নিয়েও চিন্তায় ভারত সরকার। তাই দ্রুত কাঁটাতার দিয়ে সীমান্ত সুরক্ষিত করতে একযোগে পদক্ষেপ করা শুরু করল ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার।


খবরে আরো বলা হয়, প্রায় ২২৪ কিলোমিটার কাঁটাতার নির্মাণের কাজ শেষ করার জন্য জমির বন্দোবস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গে সীমান্তের দৈর্ঘ্য ২,২১৬.৭০ কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত এরইমধ্যে প্রায় ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ করেছে। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকার অনেকাংশই নদীপথ পরিবেষ্টিত। তাই সেই সব নদী দ্বারা নির্ধারিত সীমান্তে কাঁটাতার দেয়ার সুযোগ নেই। তবে স্থলসীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বসানোর কাজটি সম্পন্ন করতে একযোগে গতি বাড়িয়েছে ভারত সরকার। কাঁটাতার বসাতে জমি কেনার জন্য অর্থ বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কাঁটাতার দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার বিষয়টি ভারতের পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে একাধিকবার আলোচনায় এসেছে। কিন্তু অভিযোগ উঠলেও দ্রুতার সাথে তার সমাধান করা যায়নি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই কাজ গতি বাড়িয়ে করতে আগ্রহী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সরকারও সব রকম সহযোগিতার জন্য তৈরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজটি তাড়াতাড়ি শেষ করলে বাংলার সীমান্ত আরো বেশি সুরক্ষিত হতে পারে। ফলে যেসব ক্ষেত্রে এখনো কাঁটাতার বসানোর কাজ বাকি রয়েছে, সেখানে জমি ক্রয়ের কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বাংলাদেশ সীমান্ত কাঁটাতার দিতে এখনো দফায় দফায় ২৬৬.৭১ কিলোমিটার জমি নেয়ার ছাড়পত্র দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসভা। ৮০ কিমির জন্য অনুমতি দেয়া হয়েছে গত ২৭ ডিসেম্বর মাসে। তার মধ্যে ৪৩ কিমির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখনো পর্যন্ত ১১২.৩ কিলোমিটার কাঁটাতার বসানোর জন্য জমি কিনতে ২২১.৭ কোটি টাকা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!