ব্রেকিং

x

শ্রীঘ্রই আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন কাজ শুরু হবে-স্থলবন্দর চেয়ারম্যান

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

শ্রীঘ্রই আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন কাজ শুরু হবে-স্থলবন্দর চেয়ারম্যান

আমদানী-রফতানী বানিজ্য সম্প্রসারণের লক্ষে দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান পরির্দশন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আজ শনিবার বিকালে স্থলবন্দর পরির্দশনের সময় তিনি বন্দরের উন্নয়ন কর্মকান্ড ও বানিজ্য পরিস্থিতির খোজ খবর নেন। পরে তিনি স্থানীয় কর্মকর্তাদের নিয়ে বন্দরের যাত্রী পারাপার ও রপ্তানি বাণিজ্য পরিস্থিতি দেখেন। এর আগে বাংলাদেশ-ভারত শূন্য রেখায় ভারত ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর ব্যবস্থাপনা পরিচালক শ্রী দেবাশিস নন্দীর সাথে তিনি কথা বলেন।


বন্দর পরির্দশনের সময় উপস্থিত ছিলেন ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান খান ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।
পরির্দশন শেষে বন্দরের চেয়ারম্যান বলেন, সরকার পরিবর্তনের পর সবকিছু নতুন করে হচ্ছে। শ্রীঘ্রই আখাউড়া স্থলবন্দর উন্নয়ন কাজ শুরু হবে। বন্দর উন্নয়ন হলে দেশের বাণিজ্য প্রসার ঘটবে। আর বাণিজ্য বাড়লে রাজস্বও বাড়বে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!