চট্টগ্রাম বন্দর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত নান্টু কুমারকে স্ত্রীসহ আখাউড়া স্থলবন্দরে আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে ভারতে পালানোর সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, চট্টগ্রাম বন্দর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত নান্টু কুমার কর (৩৪)কে আজ রোববার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দরে আটক করেছে বিজিবি আখাউড়া বিওপির সদস্যরা। এসময় তার স্ত্রী শান্তা রানী নাথ (২৪)কেও আটক করা হয়। ভারতে পালানোর জন্য তারা আখাউড়া স্থলবন্দরে এসেছিল। চট্টগ্রাম বন্দর স্বেচ্ছা সেবকলীগের এই নেতা নান্টু কুমার চট্টগ্রাম বন্দর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের পর আত্মগোপনে ছিলেন বলেও বিজিবি জানিয়েছেন। তাদের নিকট থেকে দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটককৃত নান্টু চট্টগ্রাম পটিয়া থানার দৌলতপুর গ্রামে সঞ্চয় কুমার নাথের পুত্র। আটককৃতদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com