ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুনে বিজিবি ৬০ ব্যাটালিয়ন সদস্যরা কুমিল্লা সীমান্তে কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কাপড় জব্দ করেছে। আজ সোমবার কুমিল্লার বুড়িচং শংকুচাইল সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই সব অবৈধ পণ্য উদ্ধার করে।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা শংকুচাইল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ও ১৯১১ পিস মোবাইল ডিসপ্লে ও ৫০টি নারীদের থ্রিপিস উদ্ধার করে। অভিযানের সময় টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫ হাজার টাকা।
এদিকে রোববার ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা কুমিল্লা আদর্শ উপজেলার বড়জ্বালা সীমান্তে অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাজা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com