ব্রেকিং

x

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ ২২ আগস্ট শুক্রবার সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের পৌরশহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করেন আখাউড়া রেলওয়ে পুলিশ।


রেলওয়ে পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তির লাশ আখাউড়া-চট্টগ্রাম রেলপথের দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।


আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!