ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার আমোদাবাদ গ্রামে এই খুনের ঘটনা ঘটে। ঘটনার আট ঘন্টার মধ্যে এই হত্যাকান্ডের মূল আসামী স্বপন চৌধুরী (৪০) ও শরীফ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে আখাউড়া আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে স্বাধীন মিয়াকে ছুরিকাঘাত করে স্বপন চৌধুরী। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে নিহত স্বাধীন মিয়ার পিতা ফজল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে শুক্রবার দিবাগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রাম থেকে স্বপন চৌধুরী ও শরীফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আদালতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
নিহত স্বাধীন মিয়া উপজেলার আমোদাবাদ গ্রামের ফজল মিয়ার পুত্র। গ্রেফতারকৃতরা হল রামধননগর গ্রামের রোকন উদ্দিনের পুত্র স্বপন চৌধুরী ও শরীফ চৌধুরী ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com