আখাউড়ায় এক ভারতীয় নাগরিকসহ তিন চোরাচালানী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে গাজা ও ভারতীয় থ্রি পিস। বুধবার বিকালে আখাউড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় এই চোরাই পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ উপজেলার কেন্দুয়াই গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৩৮টি থ্রি পিসসহ রাজিব মিয়া (২৬) নামে এক ভারতীয় নাগরিক ও রোকসানা বেগম (৩৪) নামে চুয়াডাঙ্গার এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব মিয়া ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরার দক্ষিণ রামনগর গ্রামের রহিম মিয়ার পুত্র।
এদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ উপজেলার খালাজুড়া-আনোয়ারপুর সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চার কেজি গাজাসহ শাহীন মিয়া (২৩) নামে একজন মাদক চোরাচালানীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কাশিনগর উপজেলার জামাল মিয়ার সন্তান।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃত চোরাচালানীদের আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান ও মাদক বিরোধী পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com