ব্রেকিং

x

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন : আলমাস মিয়া (৪৮), সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ মিয়া (৩০), জাহানারা বেগম (৫২) ও জোসনা বেগম (৩২)। আহতদের মধ্যে আলমাস, সালাউদ্দিন ও রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌরশহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সন্ধ্যায় দুইদল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাকি ৩জনকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, এ ঘটনায় উভয়পক্ষের আহতের ঘটনা ঘটেছে। তবে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!