ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৫

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ৫:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।


গ্রেফতারকৃতরা হলেন- জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম এ তথ্য জানান।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে রাব্বি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সালিশের সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!