ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার মাদকদ্রব্য এবং চোরাচালনী মালামাল আটক

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | ৪:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার মাদকদ্রব্য এবং চোরাচালনী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক ৪টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টহলদল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় চকলেট-২০৬০ পিস, উন্নতমানের থ্রী পিস-২৭ পিস, উন্নতমানের ওড়না-৭৪ পিস, উন্নতমানের চশমা-৮,২৪৬ পিস এবং উন্নতমানের পাঞ্জাবী-৩৯০ পিস জব্দ করে, যার সিজার মূল্য-৯১,৮৮,২০০ টাকা।


একই দিন অপর একটি টহলদল আনুমানিক ২২টা ৪০ মিনিটে সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভারতীয় উন্নতমানের এন্ড্রয়েড মোবাইল ফোন-২৮ টি জব্দ করে, যার সিজার মূল্য-১০,৭৮,০০০ টাকা।


ধর্মঘর বিওপির অপর একটি টহলদল আনুমানিক ৬:২০ ঘটিকায় সীমান্ত পিলার-১৯৯২/৩৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় মদ-৭৪ বোতল জব্দ করে, যার সিজার মূল্য-১,১১,০০০ টাকা।

এছাড়াও গত ১০ ডিসেম্বর আনুমানিক ২১:৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সিংগারবিল বিওপি’র টহলদল সীমান্ত পিলার-২০১৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-২৪ কেজি এবং মদ-২৯ বোতল আটক করা হয়। যার সিজার মূল্য-১,২৭,৫০০ টাকা।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক সর্বমোট ১,০৫,০৪,৭০০ টাকা মূল্যের বিপুল পরিমানে মাদকদ্রব্য এবং চোরাচালনী মালামাল আটক করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!