ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে জলধার ভরাট করে জমির শ্রেনীর পরিবর্তন করায় ভ্রাম্যমান আদালতে মো: আনোয়ার হোসেন দুলাল (৪৫) নামে এক ব্যক্তিকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদ এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জলধার ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করার অভিযোগে উক্ত আনোয়ার হোসেন দুলালকে পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com