ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর অভিযোগে ভিত্তিতে মাদকাসক্ত স্বামীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের সহযোগীতায় আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো: এরশাদ (৩৫)। তিনি পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত এরশাদ একজন মাদকাসক্ত। এ বিষয়ে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে জানা যায়, মাদক সেবন করে সে এলাকার শান্তি বিনষ্ট করছে। তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com