ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের ৫ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও তাদের শেষ রক্ষা হয়নি। আজ বুধবার বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম সেনারবাদি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও বিজিবির সহযোগীতায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদি গ্রামের মাদক ব্যবসায়ি কালু মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬০০ পিস মাদক জাতীয় ট্যাপানডোটল, ৩২ পিস মোবাইল, ৬ সিসি ক্যামেরা, ২টি ল্যাপট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা ও দুইটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ি জড়িত থাকার অভিযোগে কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম (২৮), তার ভাই জনি মিয়া (২২), মোর্শেদ মিয়া (৩২), ইদন মিয়া (২৫) ও তার বোন আইমন আক্তার (২৫) কে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ গ্রহন করেন।
স্থানীদের অভিযোগ কালু মিয়ার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। সীমান্তরক্ষীদের ফাকি দিতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে নিরাপদ মাদক ব্যবসা করে বিপুল অর্থেও মালিক হয়েছে এই পরিবার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে দুইটি মামলার প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com