ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীর কারাদণ্ড

রবিবার, ১৫ জুন ২০২৫ | ৩:২২ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীর কারাদণ্ড হয়েছে। আজ রোববার দুুপুর ২টারদিকে উপজেলার খড়মপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্তরা হল মো: ভুট্টু মিয়া (২৫), পিন্টু মিয়া (২৮), মো: রুবেল মিয়া (২৫), মো: নাছির উদ্দিন (৪০), মো: হোসেন আলী ওরফে শেখ সাদী (৬৫) ও মো: জিয়াউর রহমান (৪০)


উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দুপুরে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেল সড়কের উপর মাদক সেবনকরা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। পরে ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মো: নজরুল ইসলাম।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!