ভারতের ত্রিপুরায় মো: আল আমিন (২০) সিরাজ শেখ (২২) ও ফাতেমা বেগম (১৮) নামে তিন বাংলাদেশীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুরস্থ আন্ত:রাজ্য বাস টার্মিনাল থেকে আটক করা হয়। শনিবার ত্রিপুরা খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ জানায়, দুইদিন আগে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আটককৃতরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আগরতলা আন্ত:রাজ্য বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করে। তাদের বাড়ি বাংলাদেশর কোথায় তা খবরে উল্লেখ্য করা হয়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com