শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ সরাইল উপজেলা শাখার সদস্যরা।
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সরাইল সদরের আলীনগরে তার সমাধিস্থলে তরী’র আহবায়ক মোহাম্মদ মাহবুব খান ও সদস্য সচিব শাহগীর মৃধার নেতৃত্বে এক ঘন্টা অবস্থান করেছেন তারা। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি বা সাংগঠনিক ভাবে দেশের জন্য আত্মত্যাগকারী বকুল মিয়াকে কেউ স্মরণ না করলেও সাধ্যমত এগিয়ে এসেছেন ‘তরী’। এর আগে সর্ব প্রথম ২০২০ খ্রিষ্টাব্দে আকবর হোসেনের সমাধি খুঁজে বের করে শ্রদ্ধা জানিয়ে দোয়া করেছিল সরাইল প্রেসক্লাব। তরী’র সদস্যরা পুস্পস্তবক অর্পণের পর কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে বকুল মিয়া ও ছাত্র জনতা সহ দেশের জন্য আত্মত্যাগ কারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন তারা।
শ্রদ্ধা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরী’ সরাইল শাখার সম্মানিত সদস্য মো. আব্বাস উদ্দিন, মো. আনিছুর রহমান, সৈয়দ নাদির হোসেন, মো. শাকিল আহমেদ, দীপক কুমার দেনাথ, মো. ও ইলিয়াছ অনিক প্রমূখ। দিবসটির গুরুত্ব বুঝাতে তরী’র আহবায়ক মাহবুব খান বলেন, জাতী হিসেবে আমরা ওইসব বীরদের কাছে ঋণী। তীব্র দেশ প্রেমের কারণেই বকুল মিয়ারা হাঁসতে হাঁসতে জীবন বিসর্জন দিয়েছেন। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে অনন্তকাল। তাদের আদর্শকে বুকে ধারণ করেই এই দেশের বর্তমান ছাত্র জনতা সফল গণঅভ্যুত্থান ঘটিয়েছেন। পরবর্তী প্রজন্মকে আত্মত্যাগে উদ্বুদ্ধ করতে দিবসটির গুরুত্ব অনেক। তাদের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো ও দোয়া তারই একটা অংশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com