ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে খাবার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়িকে জরিমনা

সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে খাবার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়িকে জরিমনা

বেশি দামে শুকনো খাবার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার তিন ব্যবসায়িকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পৌর এলাকার আনন্দ বাজারে চালানো এ অভিযানে তিন ব্যবসায়িকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম জানান, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ির প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা মূলত শুকনো খাবার চাহিদা বাড়ার বিপরীতে বেশি দামে বিক্রি করছিলো। এ সময় ব্যবসায়িদেরকে সতর্কও করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!