বেশি দামে শুকনো খাবার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার তিন ব্যবসায়িকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পৌর এলাকার আনন্দ বাজারে চালানো এ অভিযানে তিন ব্যবসায়িকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম জানান, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ির প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা মূলত শুকনো খাবার চাহিদা বাড়ার বিপরীতে বেশি দামে বিক্রি করছিলো। এ সময় ব্যবসায়িদেরকে সতর্কও করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com