ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো যুবকের

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৯ ডিসেম্বর শুক্রবার রাত ১১টার দিকে তিনি মারা যান।


নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন। ঘটনার আগের দিন মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাগর মিয়া গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে তাৎক্ষণিকভাবে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়া বলেন, এ ঘটনায় আহত যুবকের বাবা আবু সাঈদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!