ব্রেকিং

x

জাকাত হিসেবে শাড়ি-লুঙ্গি দেওয়া ইসলামের দৃষ্টিতে ‘উত্তম চর্চা নয়

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

জাকাত হিসেবে শাড়ি-লুঙ্গি দেওয়া ইসলামের দৃষ্টিতে ‘উত্তম চর্চা নয়

রাজধানী ঢাকার বঙ্গবাজার ও গুলিস্তান কাপড়ের মার্কেটে গেলেই চোখে পড়ে বিভিন্ন শাড়ি বিতানের সাইনবোর্ডে লাল অক্ষরে লেখা ‘সুলভ মূল্যে জাকাতের শাড়ি পাওয়া যায়’। এখানে স্পষ্ট বুঝা যাই যে কম টাকায় বেশি নিতে পারবে, বেশি মানুষকে দিতে পারবে। এসব জায়গার যাকাতের কাপড়ের গুনগত মানও খুব নিম্নমানের হয়। তবে জাকাত হিসেবে শাড়ি-লুঙ্গি দেওয়া ইসলামের দৃষ্টিতে ‘উত্তম চর্চা নয়’। কাপড় না দিয়ে বরং অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করা জাকাতের মূল লক্ষ্য হওয়া উচিত।


শাড়ি-লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের একটি প্রবণতা প্রচলিত আছে বাংলাদেশে। দেখা যায়, রোজার শেষ ভাগে দেশের বিভিন্ন অঞ্চলে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের ঘোষণা দিচ্ছেন স্থানীয় ধনাঢ্যরা। নির্ধারিত দিনে লাইন দিয়ে মানুষ অপেক্ষা করছে জাকাতের কাপড়ের জন্য।
দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ কাপড় পায়, কেউ খালি হাতে ফেরে। জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিভিন্ন সময়ে ঘটেছে। তথাপি জাকাতের যে সব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় সেসব কাপড়ের মান নিয়েও প্রশ্ন থাকে।


যাইহোক একটা উদাহরণ বিশ্লেষণ করলেই বুঝা যাবে আসলে যাকাত কিভাবে দেওয়া উচিতঃ
কোন এক ব‍্যক্তি আপনার কাছে ৫০০ টাকা পাই। তার সাথে আপনার বাজারে দেখা।আপনি তাকে নিয়ে একটি ফলের দোকানে গেলেন এবং ৫০০ টাকা দিয়ে এক কেজি আঙুর ফল কিনে দিয়ে বললেন আপনার কাছ থেকে ৫০০ টাকা ঋণ নিয়েছিলাম তা আজ পরিশোধ করে দিলাম। এটা কি পাওনাদার মেনে নিবে বা খুশি হবে? সে আপনার কাছে টাকা পাই সেই টাকা দিয়ে সে কি কিনবে এটা একান্তই তার ব‍্যক্তিগত ব‍্যাপার। আরও পরিষ্কার করে বলি ধরেণ তার প্রয়োজন ঔষধ কিনার বা চাল কিনার কিন্তু আপনি কিনে দিলেন ফল তাতে কি সে খুশি হবে? নিশ্চয়ই খুশি হবে না বরং আপনার সাথে ঝগড়ায় জড়িয়ে পরতে পারে।
অর্থাৎ জাকাত হলো গরিবের অধিকার। তাঁর অধিকারের টাকা আপনি তাকে দিবেন এবং সেই টাকা দিয়ে সে জামা কিনবে নাকি ফল কিনবে নাকি নিত‍্য প্রয়োজনীয় অন‍্য কিছু কিনবে নাকি জমা করবেন এটা একান্তই তার সিদ্ধান্ত সুতরাং তার অধিকারের টাকা দিয়ে আপনার ইচ্ছা পুরণের অধিকার কোথায় পেলেন? একটু বিবেক/বুদ্ধি প্রয়োগ করলেই সঠিক বুঝতে পারবেন।সুতরাং একটু একটু করে অনেককে অপ্রয়োজনীয় জিনিস না দিয়ে এক দুইজন হলেও একটু স্বাবলম্বী করতে পারাটাই উত্তম হবে বলে মনে করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমীন।
ছবি ও লেখা নজরুল ইসলামের ফেসবুক থেকে সংগ্রহন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!