ব্রেকিং

x

জামায়াতে ইসলামী সরাইল শাখার আয়োজনে

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ ১১ ডিসেম্বর বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলাচনা সভাটি এক সময় জনসভায় পরিণত হয়।


সরাইল উপজেলা শাখার সভাপতি অ্যাড. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোবারক হোসেন আখন্দ।

প্রধান আলোচক ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজি।

প্রধান আলোচক বলেন, যখন কোন কাফের শক্তি, বাতিল শক্তি, স্বৈরাচারী সরকার, কোন দুর্নীতিবাজ, লুটেরা, আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনার চেয়ে খারাপ মানুষ আর নেই। দেড় হাজার বছর আগে দু’জাহানের বাদশা নবীজি (সা.)কে যারা ছেড়ে দেয়নি তারা আপনাকে ছেড়ে দিবে এটা আশা করেন কিভাবে? আপনি নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে যাননি। মনে রাখবেন রডের বদলে বাঁশ দেয়ার দিন শেষ। সবকিছুর হিসাব দিতে হবে কড়ায় গন্ডায়। কোরআনের পাখিদের নির্মম ভাবে হত্যার জবাবও দিতে হবে। জুলুম করে ক্ষমতা পেয়ে যা মন চাই করেছেন। মানুষের উপর ইচ্ছামত অত্যাচার নির্যাতন করেছেন। ভালবাসা দরদ মায়ামমতা আপনাদের পদদলিত হয়ে গিয়েছিল।

নোয়াগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. এনাম খান ও সরাইল সদর ইউপি শাখার সভাপতি খন্দকার বরকত উল্লাহ খন্দকার মিন্টু প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!