ব্রেকিং

x

আখাউড়ায় মাদকসেবীর কারাদণ্ড

রবিবার, ০৬ জুলাই ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ণ

আখাউড়ায় মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে হিরন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ রোববার বিকালে আখাউড়া স্থলবন্দর সড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ফয়সল উদ্দিন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রকাশ্যে আখাউড়া স্থলবন্দর সড়কে মাদক সেবন করছিল। আজ বিকাল ৫টায় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!