ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে হিরন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ রোববার বিকালে আখাউড়া স্থলবন্দর সড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ফয়সল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রকাশ্যে আখাউড়া স্থলবন্দর সড়কে মাদক সেবন করছিল। আজ বিকাল ৫টায় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com