ব্রেকিং

x

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুধবার, ২৫ জুন ২০২৫ | ৫:১৬ অপরাহ্ণ

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: শাহাদাৎ হোসেন (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছে। আজ বুধবার দুপুরে আখাউড়া পৌরসভার সড়ক বাজার থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাদাৎ হোসেন আখাউড়া পৌরসভা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহবায়ক। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দেড়টায় পৌরসভার সড়ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এই ছাত্রলীগ নেতা পৌরসভার মসজিদ পাড়া এলাকার সামসুল আলমের পুত্র। তার বিরুদ্ধে ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে থানায় মামলা রয়েছে।


আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!