ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আতাউর রহমান। শনিবার (১২ জুলাই) বিকালে আখাউড়া পৌরসভার কলেজপাড়াস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকের জানান, কসবায় গ্যাস আছে অথচ কসবা-আখাউড়াবাসী গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে এখানকার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, ভারতের চক্রান্তে কসবা তারাপুর গ্যাস ফিল্ডের খনন বন্ধ রয়েছে। অভিলম্বে তিনি এই গ্যাসকুপ খননের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী, চিকিৎসাসেবার উন্নয়ন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, টেকসই উন্নয়নসহ মাদক, চাদাবাজ,দখলবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসাবে কসবা-আখাউড়াকে গড়ে তুলা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: আবুল বাশার, কসবা উপজেলা আমির মো: শিবলী নুমানী, আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন, ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আসিফ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com