ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মো: জহিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে উক্ত জহিরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, এই ধরনের অভিযান অব্যহত থাকবে। অপরাধী যেই হোক রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com