ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

রবিবার, ২২ জুন ২০২৫ | ১১:০৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুকুরে ডুবে হোসেন আহামেদ ওমর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২২ জুন রবিবার সকালে নবীনগর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওমর পশ্চিম পাড়া খায়রুল আলম এর ছেলে। পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।


পরে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!